ভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এই ভাষার মৌলিক দুটি উপাদান হলো — ধ্বনিবর্ণ। শব্দ, বাক্য ও ভাব গঠনের ভিত্তি মূলত এই দুটি উপাদানের ওপর নির্ভরশীল। সঠিকভাবে ধ্বনি ও বর্ণের জ্ঞান না থাকলে ভাষা চর্চা অসম্পূর্ণ থেকে যায়।

 

ধ্বনি কী?

ধ্বনি হলো ভাষার মৌলিক শ্রুতিগ্রাহ্য একক। সহজভাবে বলা যায়, মানুষ যখন কথা বলে, তখন মুখনিঃসৃত যেসব শব্দ শ্রুতিতে ধরা পড়ে, সেগুলোকেই ধ্বনি বলে। এটি শ্রবণের বিষয়। ধ্বনি শোনার জিনিস, লেখার নয়।

উদাহরণ:
“ক” ধ্বনি, “আ” ধ্বনি — এগুলো মুখ থেকে উচ্চারিত শব্দের একক। যেমন: “কলম” শব্দে ক-ল-ম তিনটি ধ্বনি রয়েছে।

ধ্বনির প্রকারভেদ:

১. স্বরধ্বনি: মুখগহ্বর থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে।
যেমন: অ, আ, ই, উ ইত্যাদি।
মোট স্বরধ্বনি: ১১টি

২. ব্যঞ্জনধ্বনি: মুখগহ্বরে কোনো না কোনো প্রতিবন্ধকতার মাধ্যমে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
যেমন: ক, খ, গ, ঘ ইত্যাদি।
মোট ব্যঞ্জনধ্বনি: ৩৯টি

 

 বর্ণ কী?

বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। যখন ধ্বনিগুলো লিখে প্রকাশ করা হয়, তখন তা বর্ণে পরিণত হয়। অর্থাৎ, বর্ণ হলো ধ্বনির চিত্র বা প্রতীক। বর্ণ না থাকলে ধ্বনিকে লিখে বোঝানো সম্ভব হতো না।

উদাহরণ:
যখন আমরা “ক” ধ্বনিকে কাগজে লিখি তখন সেটি “ক” বর্ণ হিসেবে বিবেচিত হয়।

বর্ণের প্রকারভেদ:

১. স্বরবর্ণ: ধ্বনির যেসব বর্ণ প্রতিবন্ধকতা ছাড়া উচ্চারিত হয়, সেগুলো স্বরবর্ণ।
যেমন: অ, আ, ই, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ
মোট স্বরবর্ণ: ১১টি

২. ব্যঞ্জনবর্ণ: প্রতিবন্ধকতা সহকারে উচ্চারিত ধ্বনির লিখিত রূপকে ব্যঞ্জনবর্ণ বলে।
যেমন: ক, খ, গ, ঘ, চ, ছ ইত্যাদি
মোট ব্যঞ্জনবর্ণ: ৩৯টি

৩. যুক্তবর্ণ: দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ মিলিয়ে যখন একটি বর্ণ তৈরি হয়, তখন তাকে যুক্তবর্ণ বলা হয়।
যেমন: ত্র, ক্ত, গ্র, স্ব

অক্ষর বলতে কী বুঝায়? 

এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে।

উদাহরণ :

  • বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর আছে- ৫ টি
  • নাতিশীতোষ্ণ শব্দে অক্ষর আছে- ৭টি
  • বন্ধন শব্দে অক্ষর আছে- ২টি(বন্+ধন্)
  • ভাই শব্দে অক্ষর আছে- ১টি
  • বোন,জল,প্রেম ১টি অক্ষর বিশিষ্ট 

মুক্তাক্ষর কাকে বলে? 

যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে মুক্তাক্ষর বলে।

 

★ বাংলা ভাষার মোট ধ্বনি/ মৌলিক ধ্বনি – ৩৭ টি।

★ স্বরধ্বনি/মৌলিক স্বরধ্বনি – ৭টি। স্বরধ্বনি -৬টি ও মূল স্বরধ্বনি নয় -১টি।

★ অনুনাসিক স্বরধ্বনি -৭টি।

★ সংবৃত স্বরধ্বনি – ২টি [ ই, উ ]

★ বিবৃত স্বরধ্বনি – ১টি  [ আ ]

★ অর্ধ-সংবৃত স্বরধ্বনি – ২টি [ এ, ও ]

★ অর্ধ-বিবৃত স্বরধ্বনি – ২টি  [ অ্যা, অ ]

★ অর্ধ-স্বরধ্বনি – ৪টি  [ ই, উ, এ, ও ]

★ যৌগিক স্বরধ্বনি / দ্বিস্বরধ্বনি – ২৫ টি। 

★ যৌগিক স্বরবর্ণ – ২টি  [ ঐ, ঔ ]

★ হৃস্বস্বর- ৪টি  [ অ, ই, উ, ঋ ]

★ দীর্ঘস্বর- ৭ টি  [ আ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔ ]

★ ওষ্ঠ্যধ্বনি/ ব্যঞ্জন- ৫ টি [ প, ফ, ব, ভ, ম ]

★ দন্ত্য ব্যঞ্জনধ্বনি- ৪টি৷ [ ত, থ, দ, ধ ]

★ দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি- ৪টি  [ ন, র, ল, স ]

★ মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি- ৬ টি৷ [ ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় ]

★ তালব্য ব্যঞ্জনধ্বনি- ৫টি৷ [ চ, ছ, জ, ঝ, শ ]

★ কন্ঠ ব্যঞ্জনধ্বনি- ৫টি  [ ক, খ, গ, ঘ, ঙ ]

★ কন্ঠনালীয় ব্যঞ্জনবনি -১টি [হ]

★ স্পৃষ্ঠধ্বনি/ স্পর্শধ্বনি- ২০ টি

★ নাসিক্য ধ্বনি – ৩টি  [ ম, ন, ঙ ]

★ নাসিক্য বর্ণ- ৭ টি  [ ঙ, ঞ, ন, ণ, ম, ং, ঁ ]

★ উষ্মধ্বনি – ৩টি  [ শ, স, হ ]

★ উষ্মবর্ণ – ৪টি  [ শ, ষ, স, হ ]

★ শিশধ্বনি -২টি  [ শ, স ]

★ শিশ বর্ণ – ৩টি  [ শ, ষ, স ]

★ পার্শ্বিক ধ্বনি / বর্ণ – ১ টি  [ ল ]

★ কম্পন ধ্বনি / বর্ণ – ১ টি   [ র ]

★ তাড়নজাত ধ্বনি / বর্ণ – ২টি    [ ড়, ঢ় ]

★ ঘৃষ্টধ্বনি / ব্যঞ্জন – ৪ টি  [ চ, ছ, জ, ঝ ]

★ নৈকট্যমূলক ধ্বনি – ৪টি  [ য, র, ল, ব ]

★ পরাশ্রয়ী ধ্বনি / বর্ণ – ৩ টি  [ ং, ঃ, ঁ ]

★ অঘোষধ্বনি – ১২টি।

★ ঘোষধ্বনি – ১৮টি।

 

মাত্রা বলতে কী বুঝায়? 

বাংলা বর্ণের উপর দাগকে মাত্রা বলে। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ ৩ প্রকার। 

১. মাত্রাহীন বর্ণ -১০টি [ স্বর-৪টি ( এ,ঐ,ও,ঔ) ব্যঞ্জন-৬টি ( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ) ]

২. অর্ধমাত্রা বর্ণ -৩২টি  [ স্বর -১টি (ঋ) ব্যঞ্জন-৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ) ]

৩. পূর্ণমাত্রা বর্ণ -৩২ টি  [ স্বর-৬টি (অ,ঋ,ই,ঈ,উ,ঊ) ব্যঞ্জন-২৬টি

 

মাত্রা পূর্ণমাত্রা  অর্ধমাত্রা  মাত্রাহীন 
স্বর (১১)
ব্যঞ্জন (৩৯) ২৬
মোট = ৫০ টি ৩২ ১০

 

গুরুত্বপূর্ণ তথ্য :

  • ভাষার মূল উপাদান – ধ্বনি। 
  • ভাষার ক্ষুদ্রতম উপাদান – ধ্বনি। 
  • ভাষার মূল ভিত্তি – ধ্বনি। 
  • ভাষার স্বর বলা হয় – ধ্বনি। 
  • ভাষার মৌলিক একক – ধ্বনি। 
  • ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি। 
  • ধ্বনি নির্দেশক চিহ্ন – বর্ণ ( Letter)
  • শব্দের গঠনগত একক – বর্ণ। 
  • ভাষার ইট হলো – বর্ণ।
  • ভাষার মূখ্য উপাদান – শব্দ। 
  • বাক্যের একক – শব্দ।
  • বাক্যের বাহন – শব্দ।
  • বাক্যের মূল উপকরণ – শব্দ।
  • বাক্যের মৌলিক উপাদান – শব্দ।
  • ভাষার মূল উপকরণ – বাক্য।
  • ভাষার বৃহত্তম একক – বাক্য।
  • ভাষার মূল প্রাণ – বাক্য। 

বিগত সালের প্রশ্ন 

১. ভাষার প্রধান মাধ্যম কোনটি?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) ভাব প্রকাশ

ঘ) বাক্য

উত্তর : গ

২. ভাষার মৌলিক দুটি উপাদান কী কী?

ক) শব্দ ও বাক্য

খ) ধ্বনি ও বর্ণ

গ) ভাব ও ভাষা

ঘ) অক্ষর ও ধ্বনি

উত্তর : খ

৩. শব্দ, বাক্য ও ভাব গঠনের ভিত্তি মূলত কিসের ওপর নির্ভরশীল?

ক) শুধুমাত্র ধ্বনির ওপর

খ) শুধুমাত্র বর্ণের ওপর

গ) ধ্বনি ও বর্ণের ওপর

ঘ) অক্ষরের ওপর

উত্তর : গ

৪. ‘ধ্বনি’ বলতে কী বোঝায়?

ক) ধ্বনির লিখিত রূপ

খ) ভাষার মৌলিক শ্রুতিগ্রাহ্য একক

গ) ভাষার চিত্র বা প্রতীক

ঘ) এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি

উত্তর : খ

৫. ধ্বনি কিসের বিষয়?

ক) লেখার

খ) শোনার

গ) দেখার

ঘ) আঁকার

উত্তর : খ

৬. ‘কলম’ শব্দে কয়টি ধ্বনি রয়েছে?

ক) একটি

খ) দুটি

গ) তিনটি

ঘ) চারটি

উত্তর : গ

৭. ‘বর্ণ’ বলতে কী বোঝায়?

ক) ভাষার শ্রুতিগ্রাহ্য একক

খ) ধ্বনির লিখিত রূপ

গ) মুখনিঃসৃত শব্দ

ঘ) এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি

উত্তর : খ

৮. ধ্বনিকে লিখে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে?

ক) অক্ষরের মাধ্যমে

খ) শব্দের মাধ্যমে

গ) বর্ণের মাধ্যমে

ঘ) বাক্যের মাধ্যমে

উত্তর : গ

৯. ভাষার মূল উপাদান কোনটি?

ক) শব্দ

খ) বর্ণ

গ) ধ্বনি

ঘ) বাক্য

উত্তর : গ

১০. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

ক) বর্ণ

খ) বাক্য

গ) শব্দ

ঘ) ধ্বনি

উত্তর : ঘ

১১. ভাষার মূল ভিত্তি কী?

ক) শব্দ

খ) ধ্বনি

গ) বাক্য

ঘ) অক্ষর

উত্তর : খ

১২. ভাষার স্বর বলা হয় কাকে?

ক) বর্ণকে

খ) অক্ষরকে

গ) ধ্বনিকে

ঘ) শব্দকে

উত্তর : গ

১৩. ভাষার মৌলিক একক কোনটি?

ক) বাক্য

খ) শব্দ

গ) ধ্বনি

ঘ) বর্ণ

উত্তর : গ

১৪. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

ক) বর্ণ

খ) ধ্বনি

গ) অক্ষর

ঘ) শব্দ

উত্তর : খ

১৫. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

ক) অক্ষর

খ) শব্দ

গ) বর্ণ

ঘ) বাক্য

উত্তর : গ

১৬. শব্দের গঠনগত একক কোনটি?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) অক্ষর

ঘ) শব্দ

উত্তর : খ

১৭. ভাষার ইট বলা হয় কাকে?

ক) ধ্বনিকে

খ) অক্ষরকে

গ) বর্ণকে

ঘ) শব্দকে

উত্তর : গ

১৮. ভাষার মুখ্য উপাদান কোনটি?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) বাক্য

উত্তর : গ

১৯. বাক্যের একক কোনটি?

ক) অক্ষর

খ) ধ্বনি

গ) শব্দ

ঘ) বর্ণ

উত্তর : গ

২০. বাক্যের বাহন কোনটি?

ক) বর্ণ

খ) ধ্বনি

গ) শব্দ

ঘ) বাক্য

উত্তর : গ

২১. বাক্যের মূল উপকরণ কোনটি?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) অক্ষর

উত্তর : গ

২২. বাক্যের মৌলিক উপাদান কোনটি?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) বাক্য

উত্তর : গ

২৩. ভাষার মূল উপকরণ কী?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) শব্দ

ঘ) বাক্য

উত্তর : ঘ

২৪. ভাষার বৃহত্তম একক কোনটি?

ক) শব্দ

খ) বর্ণ

গ) বাক্য

ঘ) অক্ষর

উত্তর : গ

২৫. ভাষার মূল প্রাণ কোনটি?

ক) ধ্বনি

খ) শব্দ

গ) বাক্য

ঘ) বর্ণ

উত্তর : গ

২৬. মুখগহ্বর থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?

ক) ব্যঞ্জনধ্বনি

খ) স্বরধ্বনি

গ) যুক্তধ্বনি

ঘ) নাসিক্য ধ্বনি

উত্তর : খ

২৭. মোট স্বরধ্বনি কয়টি?

ক) ১০টি

খ) ১১টি

গ) ১২টি

ঘ) ১৪টি

উত্তর : খক

২৮. মুখগহ্বরে কোনো না কোনো প্রতিবন্ধকতার মাধ্যমে যে ধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?

ক) স্বরধ্বনি

খ) যৌগিক ধ্বনি

গ) ব্যঞ্জনধ্বনি

ঘ) নাসিক্য ধ্বনি

উত্তর : গ

২৯. মোট ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক) ৩৬টি

খ) ৩৮টি

গ) ৩৯টি

ঘ) ৪০টি

উত্তর : গ

৩০. বাংলা ভাষার মোট মৌলিক ধ্বনি কয়টি?

ক) ৩৫টি

খ) ৩৭টি

গ) ৩৯টি

ঘ) ৪২টি

উত্তর : খ

৩১. মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : গ

৩২. অনুনাসিক স্বরধ্বনি কয়টি?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : গ

৩৩. সংবৃত স্বরধ্বনি কোনগুলো?

ক) অ, আ

খ) ই, উ

গ) এ, ও

ঘ) ঋ, ঔ

উত্তর : খ

৩৪. বিবৃত স্বরধ্বনি কোনটি?

ক) অ

খ) আ

গ) ই

ঘ) উ

উত্তর : খ

৩৫. অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনগুলো?

ক) ই, উ

খ) অ্যা, অ

গ) এ, ও

ঘ) আ, অ

উত্তর : গ

৩৬. অর্ধ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?

ক) এ, ও

খ) ই, উ

গ) অ্যা, অ

ঘ) অ, আ

উত্তর : গ

৩৭. অর্ধ-স্বরধ্বনি কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : গ

৩৮. যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি কয়টি?

ক) ২০টি

খ) ২২টি

গ) ২৫টি

ঘ) ২৮টি

উত্তর : গ

৩৯. হৃস্বস্বর কয়টি?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি

উত্তর : খ

৪০. দীর্ঘস্বর কয়টি?

ক) ৬টি

খ) ৭টি

গ) ৮টি

ঘ) ৯টি

উত্তর : খ

৪১. ‘প, ফ, ব, ভ, ম’ – এগুলো কোন ধ্বনি?

ক) দন্ত্য ধ্বনি

খ) ওষ্ঠ্য ধ্বনি

গ) তালব্য ধ্বনি

ঘ) মূর্ধন্য ধ্বনি

উত্তর : খ

৪২. দন্ত্য ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি

উত্তর : খ

৪৩. ‘ন, র, ল, স’ – এগুলো কোন ব্যঞ্জনধ্বনি?

ক) দন্ত্য

খ) মূর্ধন্য

গ) দন্তমূলীয়

ঘ) তালব্য

উত্তর : গ

৪৪. মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : খ

৪৫. ‘চ, ছ, জ, ঝ, শ’ – এগুলো কোন ব্যঞ্জনধ্বনি?

ক) দন্ত্য

খ) মূর্ধন্য

গ) কন্ঠ

ঘ) তালব্য

উত্তর : ঘ

৪৬. কন্ঠ ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি

উত্তর : গ

৪৭. কন্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?

ক) ঙ

খ) হ

গ) র

ঘ) ল

উত্তর : খ

৪৮. স্পৃষ্ঠধ্বনি বা স্পর্শধ্বনি কয়টি?

ক) ১৮টি

খ) ২০টি

গ) ২২টি

ঘ) ২৪টি

উত্তর : খ

৪৯. নাসিক্য ধ্বনি কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : খ

৫০. উষ্মধ্বনি কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : খ

৫১. শিশধ্বনি কয়টি?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উত্তর : খ

৫২. পার্শ্বিক ধ্বনি কোনটি?

ক) র

খ) ল

গ) স

ঘ) ড়

উত্তর : খ

৫৩. কম্পন ধ্বনি কোনটি?

ক) ল

খ) ড়

গ) র

ঘ) ঢ়

উত্তর : গ

৫৪. তাড়নজাত ধ্বনি কয়টি?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উত্তর : খ

৫৫. ঘৃষ্টধ্বনি বা ব্যঞ্জন কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : গ

৫৬. নৈকট্যমূলক ধ্বনি কয়টি?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি

উত্তর : খ

৫৭. পরাশ্রয়ী ধ্বনি কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : খ

৫৮. অঘোষধ্বনি কয়টি?

ক) ১০টি

খ) ১১টি

গ) ১২টি

ঘ) ১৩টি

উত্তর : গ

৫৯. ঘোষধ্বনি কয়টি?

ক) ১৫টি

খ) ১৬টি

খ) ১৭টি

ঘ) ১৮টি

উত্তর : ঘ

৬০. ধ্বনির যেসব বর্ণ প্রতিবন্ধকতা ছাড়া উচ্চারিত হয়, সেগুলো কী?

ক) ব্যঞ্জনবর্ণ

খ) স্বরবর্ণ

গ) যুক্তবর্ণ

ঘ) নাসিক্য বর্ণ

উত্তর : খ

৬১. মোট স্বরবর্ণ কয়টি?

ক) ৯টি

খ) ১০টি

গ) ১১টি

ঘ) ১২টি

উত্তর : গ

৬২. প্রতিবন্ধকতা সহকারে উচ্চারিত ধ্বনির লিখিত রূপকে কী বলে?

ক) স্বরবর্ণ

খ) ব্যঞ্জনবর্ণ

গ) যুক্তবর্ণ

ঘ) নাসিক্য বর্ণ

উত্তর : খ

৬৩. মোট ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ৩৭টি

খ) ৩৮টি

গ) ৩৯টি

ঘ) ৪০টি

উত্তর : গ

৬৪. দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ মিলিয়ে যখন একটি বর্ণ তৈরি হয়, তখন তাকে কী বলে?

ক) স্বরবর্ণ

খ) ব্যঞ্জনবর্ণ

গ) যুক্তবর্ণ

ঘ) অক্ষর

উত্তর : গ

৬৫. ‘ত্র, ক্ত, গ্র, স্ব’ – এগুলো কিসের উদাহরণ?

ক) স্বরবর্ণের

খ) ব্যঞ্জনবর্ণের

গ) যুক্তবর্ণের

ঘ) অক্ষরের

উত্তর : গ

৬৬. এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?

ক) ধ্বনি

খ) বর্ণ

গ) অক্ষর

ঘ) শব্দ

উত্তর : গ

৬৭. ‘বিশ্ববিদ্যালয়’ শব্দে কয়টি অক্ষর আছে?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৬টি

উত্তর : গ

৬৮. ‘নাতিশীতোষ্ণ’ শব্দে কয়টি অক্ষর আছে?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : গ

৬৯. ‘বন্ধন’ শব্দে কয়টি অক্ষর আছে?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উত্তর : খ

৭০. ‘ভাই’ শব্দে কয়টি অক্ষর আছে?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উত্তর : ক

৭১. ‘বোন’, ‘জল’, ‘প্রেম’ – এগুলো কয়টি অক্ষর বিশিষ্ট শব্দ?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ১টি

উত্তর : ঘ

৭২. যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কী বলে?

ক) বদ্ধাক্ষর

খ) মুক্তাক্ষর

গ) সংযুক্তাক্ষর

ঘ) স্বরাগম

উত্তর : খ

৭৩. বাংলা বর্ণের উপর দাগকে কী বলে?

ক) চিহ্ন

খ) মাত্রা

গ) প্রতীক

ঘ) রেখা

উত্তর : খ

৭৪. মাত্রার উপর ভিত্তি করে বর্ণ কত প্রকার?

ক) ২ প্রকার

খ) ৩ প্রকার

গ) ৪ প্রকার

ঘ) ৫ প্রকার

উত্তর : খ

৭৫. মাত্রাহীন বর্ণ কয়টি?

ক) ৮টি

খ) ৯টি

গ) ১০টি

ঘ) ১২টি

উত্তর : গ

৭৬. মাত্রাহীন স্বরবর্ণ কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : গ

৭৭. মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : খ

৭৮. অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক) ১০টি

খ) ১১টি

গ) ৮টি

ঘ) ৩টি

উত্তর : গ

৭৯. অর্ধমাত্রা স্বরবর্ণ কোনটি?

ক) অ

খ) আ

গ) ঋ

ঘ) এ

উত্তর : গ

৮০. অর্ধমাত্রা ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ৬টি

খ) ৭টি

গ) ৮টি

ঘ) ৯টি

উত্তর : খ

৮১. পূর্ণমাত্রা বর্ণ কয়টি?

ক) ৩০টি

খ) ৩১টি

গ) ৩২টি

ঘ) ৩৩টি

উত্তর : গ

৮২. পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : খ

৮৩. পূর্ণমাত্রা ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক) ২৪টি

খ) ২৫টি

গ) ২৬টি

ঘ) ২৭টি

উত্তর : গ

৮৪. নাসিক্য বর্ণ কয়টি?

ক) ৫টি

খ) ৬টি

গ) ৭টি

ঘ) ৮টি

উত্তর : গ

৮৫. উষ্মবর্ণ কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : খ

৮৬. শিশ বর্ণ কয়টি?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

উত্তর : খ

৮৭. যৌগিক স্বরবর্ণ কয়টি?

ক) ১টি

খ) ২টি

গ) ৩টি

ঘ) ৪টি

উত্তর : খ

৮৮. ‘ঐ, ঔ’ – এগুলো কোন ধরনের বর্ণ?

ক) মৌলিক স্বরবর্ণ

খ) যৌগিক স্বরবর্ণ

গ) দীর্ঘ স্বরবর্ণ

ঘ) হ্রস্ব স্বরবর্ণ

উত্তর : খ

৮৯. নিচের কোনটি ধ্বনির উদাহরণ?

ক) ক

খ) আ

গ) কলম (উচ্চারিত)

ঘ) সবগুলো (যেহেতু ক ও আ পৃথক ধ্বনি)

উত্তর : গ

৯০. নিচের কোনটি বর্ণের উদাহরণ?

ক) ক্ (উচ্চারণ)

খ) আ (উচ্চারণ)

গ) ‘ক’ (লিখিত রূপ)

ঘ) কোনোটি নয়

উত্তর : গ

৯১. বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?

ক) ৪৯টি

খ) ৫০টি

গ) ৫১টি

ঘ) ৫২টি

উত্তর : খ

৯২. নিচের কোনটি মাত্রাহীন বর্ণ নয়?

ক) এ

খ) ঙ

গ) ঋ

ঘ) ঔ

উত্তর : গ

৯৩. নিচের কোনটি অর্ধমাত্রা বর্ণ?

ক) অ

খ) ক

গ) গ

ঘ) এ

উত্তর : গ

৯৪. ‘জ্ঞ’ – এটি কোন ধরনের বর্ণ?

ক) স্বরবর্ণ

খ) ব্যঞ্জনবর্ণ

গ) যুক্তবর্ণ

ঘ) অক্ষর

উত্তর : গ

৯৫. ‘আ’ ধ্বনিটি মুখগহ্বর থেকে কীভাবে উচ্চারিত হয়?

ক) প্রতিবন্ধকতা সহকারে

খ) সামান্য প্রতিবন্ধকতা সহকারে

গ) কোনো প্রতিবন্ধকতা ছাড়াই

ঘ) নাসিকার সাহায্যে

উত্তর : গ

৯৬. ‘ক’ ধ্বনিটি উচ্চারণ করার সময় মুখগহ্বরে কী ঘটে?

ক) কোনো প্রতিবন্ধকতা হয় না

খ) সামান্য প্রতিবন্ধকতা হয়

গ) পূর্ণ প্রতিবন্ধকতা হয়

ঘ) জিভ দাঁতে লাগে

উত্তর : গ

৯৭. নিচের কোন শব্দটিতে ১টি অক্ষর নেই?

ক) আম

খ) ভাত

গ) স্কুল (স্কুল – স্ + ক্ + উ + ল্ = ২ অক্ষর)

ঘ) বই

উত্তর : গ

৯৮. ‘অ’ ধ্বনিটি কোন ধরনের স্বরধ্বনি?

ক) সংবৃত

খ) বিবৃত

গ) অর্ধ-সংবৃত

ঘ) অর্ধ-বিবৃত

উত্তর : ঘ

৯৯. বাংলা ভাষার স্বর বলা হয় কাকে?

ক) শব্দকে

খ) অক্ষরকে

গ) ধ্বনিকে

ঘ) বর্ণকে

উত্তর : গ

১০০. ভাষার মূল উপকরণ কোনটি?

ক) ধ্বনি

খ) শব্দ

গ) বাক্য

ঘ) বর্ণ

উত্তর : গ

Scroll to Top